কলারোয়ায় খোলা বাজারে চাউল বিক্রয়ের উদ্বোধন


396 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় খোলা বাজারে চাউল বিক্রয়ের উদ্বোধন
মার্চ ১৪, ২০১৬ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাল খোলা বাজারে বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায়  উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসাবে সরকারের দেওয়া খোলা বাজারে ১৫ টাকা কেজি দরের চাউল বিক্রয়ের এ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, ওএমএস ডিলার নরেন্দ্র নাথ ঘোষ, রবিউল হাসান, আশরাফ হোসেন, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। উলে¬খ্য-কলারোয়া পৌর সদরের  চাউল বাজারে ওএমএস ডিলার নরেন্দ্র নাথ ঘোষ, পশুহাট মোড়ে শহিদুজ্জামান, জোনাকী সিনেমা হল মোড়ে স.ম গোলাম সরোয়ার, খাদ্যগুদাম মোড়ে নজরুল ইসলাম,  শাপলা সিনেমা হল মোড়ে শহিদ আলীসহ ৫টি স্থানে এ চাউল বিক্রয় শুরু হয়েছে। গরিব অসহায়সহ প্রতিটি মানুষ দৈনিক ৫কেজি হারে ১৫টাকা দরের ওই চাউল ক্রয় করতে পারবেন বলে জানা যায়।
##

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আগামী ১৭ মার্চ দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, গৃহীত কর্মসুচির মধ্যে রয়েছে ওই দিন সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মাল্যদানের পর পরই র‌্যালি, সকাল সাড়ে ৯ টায় আলোচনা অনুষ্ঠান, সকাল সাড়ে ১০ টায় উপজেরা পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,যোহরবাদ সকল মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা, সুবিধামত সময়ে সকল মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বিশেষ প্রার্থনা, সুবিধামত সময়ে  শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিবস, মহান স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধ এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা, বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান।