কলারোয়ায় গাঁজাসহ ৯ ব্যক্তি আটক


459 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় গাঁজাসহ ৯ ব্যক্তি আটক
জুলাই ১৩, ২০১৫ কলারোয়া
Print Friendly, PDF & Email

 

কে এম আনিছুর রহমান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- রামকৃষ্ণপুর গ্রামের মৃত সোনাইগাজির ছেলে দাউদ গাজি (৬০),দামোদরকাটি গ্রামের মোসলেম আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩), দেয়াড়া নতুন বাজার গ্রামের মৃত মোহর আলীর ছেলে মুনছুর আলী(৪৫),রামভদ্রপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে আবু হাসান (৩৫), ফজলু রহমানের ছেলে কামরুল ইসলাম (২৫),পৌর সদরের মুরারীকাটি গ্রামের হোসেন মোড়লের ছেলে রমজান হোসেন (৩২),গোপিনাথপুর গ্রামের মৃত ইজার আলীর ছেলে রেজাউল ইসলাম (৩২), আব্দুল বারির ছেলে শামিম(২৫) ও কাকডাঙ্গা গ্রামের মুজিব দালালের ছেলে কবির দালাল (২৫)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, রোববার রাত সাড়ে ১২ টার দিকে তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার রামকৃষ্ণপুর দাউদ গাজির বাড়ির পেছনে মাটির রাস্তার উপর ১০/১২ জন গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে সরসকাটি পুলিশ ফাড়ির এস আই লিটন বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই স্থান ঘেরাও করে উক্ত ব্যক্তিদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ১০ পুরিয়া গাঁজা উদ্ধারসহ জব্দ করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা (নং১৪) হয়েছে বলে থানা পুলিশ জানান।