
কলাােরায়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রোববার ভোরে কলারোয়া পৌর সদরের ঝিকরা কোল্ডস্টোরেজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো- উপজেলার পৌর সদরের মৃত ডাক্তার শাহাজাহান আলীর ছেলে নাছির উদ্দীন (৪৫),সোনবাড়িয়া গ্রামের বাবর আলীর ছেলে আনারুল ইসলাম (৩২) ও বোয়ালিয়া গ্রামের মুত রহমান সরদারের ছেলে মুজিবুর রহমান (৩৮)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান,রোববার ভোরে তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েক জন মাদক ব্যবসায়ী পৌর সদরের ঝিকরা কোল্ড স্টোরেজ গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে থানার এস আই মোয়াজ্জেম ও এ এস আই জিন্নাতের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই এলাকা ঘেরাও করে আটক করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।