কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


452 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই ২৮, ২০১৫ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান,কলারোয়া :
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায়  ‘সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে’ এই প্রতিপাদ্য কে সমানে রেখে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে মিলিত হয়ে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য অবমুক্ত করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারসহ উপস্থিত অতিথিবৃন্দ। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে  এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেসেব বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন। এ ছাড়া অন্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র সহধর্মিণী মিসেস নাসরিন খান লিপি, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতিকুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম. মোরশেদ আলি, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,কে সাংবাদিক এম আনিছুর রহমান, এম এ সাজেদ, মৎস্য চাষী মাহমুদা খাতুন, মফিজুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বজলুর রহমান সরদার।

##

কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামী রিংকু গ্রেফতার

কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার চার্জশীট ভুক্ত  ও ফেনসিডিল মামলায় সাজাপ্রাপ্ত আসামী আমিনুর রহমান রিংকু নামে এক বিএনপি কর্মীকে গ্রেফাতার করেছে কলারোয়া থানা পুলিশ।  সোমবার রাতে কলারোয়া পৌর সদরের কোল্ড স্টোরেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিংকু  পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত মিজানুর রহমানেরে ছেলে।
কলারোয়া থানার সেকেন্ড অফিসার এস আই মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার রাত ৮ টার দিকে তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন  রিংকু (৩০) পৌর সদরের কোল্ড স্টোরেজ মোড়ে ঘোরাফেরা করছে। পরে তার এবং এ এস আই নাজিবুরের নেতত্বে পুলিশ সদস্যরা ওই স্থান থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃত রিংকু কলারোয়া থানায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার (নং-১৪,তারিখ-১৫/১০/২০১৪ইং) চার্জশীটভুক্ত ও  আরেকটি মামলার সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় তাকে গ্রেফতার করে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।