
কে এম আনিছুর রহমান, কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরা কলারোয়ায় বিএনপি-জামায়াতসহ ৯ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ১২ নং যুগীখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রাজনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে কামরুজ্জামান আসাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি তুলশীডাঙ্গা গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে মিরাজ হোসেন, দেয়াড়া গ্রামের শেখ নুরআলীর ছেলে হাফিজুর রহমান, আনছার আলীর ছেলে শাহিন,মৃত ইউসুফ আলীর দুই ছেলে জাকির হোসেন ও আবু দাউদ, দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত শাহাজাহান আলী দালালের ছেলে মুনছুর রহমান,ঝিকরা গ্রামের শেখ কদম আলীর ছেলে আব্দুল আলিম,বেলেডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে উজ্জ্বল বিশ্বাস, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদক ক্রয়-বিক্রয়ের মামলা থাকায় তাদেরকে আটক করে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।