
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় জেডিসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন,পরীক্ষার সুচী, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় উপজেলা অফির্সাস ক্লাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অপিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ টি এম রুহুল কুদ্দুস, মাদ্রসা সুপার মাওলানা রেজাউর করিম, মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা মোনায়েম হোসেন, মাওলানা আব্দুল কাদের,মাওলানা ইউসুফ, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা মকবুল হোসেন, মাওলানা হযরত আলী, মাওলানা আব্দুল গফুর, মাওলানা জিয়াউর রহমান, মাওলনা মতিয়ার রহমান, মাসুম বিল্লাহ ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন। আলোচনা শেষে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে উপজেলার বসন্তপুর আমিনিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল কাদের কেন্দ্র সচিব নির্বাচিতহন।