
আব্দুর রহমান মিন্টু: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি আড়াইকোটি টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার ভোররাতে কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন, পিএসসি সাংবাদিকদের জানান, হাবিলদার বারেকের নেতৃত্বে রাতে বিজিবি’র একটি টহল দল মুরারিকাটি এলাকায় চোরাচালানের মালামাল বহনকারী একাধিক নম্বর প্লেট লাগানো একটি ট্রাককে ধাওয়া করে।
এসময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর জব্দ করা হয়েছে। যার মূল্য আড়াই কোটি টাকা।