কলারোয়ায় দুই ছিনতাইকারী আটক


450 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় দুই ছিনতাইকারী আটক
জুলাই ১৩, ২০১৫ কলারোয়া
Print Friendly, PDF & Email

 

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় মোটর ভ্যান ছিনতাই করে পালানোর সময় মোটর  ভ্যানসহ দুই চোর আটক করেছে থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বেলতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহিনুর রহমান (২১) ও সুলতান হোসেনের ছেলে শাহিনুর রহমান (২৫)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ জানান, মারুফ হোসেন নামে এক মোটর ভ্যান চালক কলারোয়া ইসলামী ব্যাংকের সামনে থেকে মালামাল বোঝাই করে সিংগা বাজার হয়ে বেলতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সিংগা বাজার পার হয়ে জিয়াদ আলীর  বাড়ি সামনে পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা কে বা কারা তাকে রাস্তায় গতিরোধ করে মারপিট করে আহত করে ভ্যানটি ছিনতাই করে  পালানোর চেস্টা করে। এ সময় ভ্যান চালক থানা পুলিশকে খবর দিলে থানার এস আই আহাদের নেতৃতে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে উক্ত দুই চোরসহ ভ্যানটি আটক করে। এ ব্যাপারে  কলারোয়া থানায় ভ্যান চালক মারুফ হোসেন বাদী হয়ে একটি মামলা (নং-১৫) হয়েছে বলে থানা পুলিশ জানান।