
কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় দুই পা বিহীন এক কন্যা শিশু ভূমিষ্ঠ হয়েছে। সুন্দর ফুটফুটে শিশুটির শরীরের উপরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ নিখুঁত হলেও কোনো পা না থাকায় সৃষ্টি হয়েছে চরম বিস্ময়ের। ঘটনাটি ঘটেছে বুধবার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী গয়ড়া বাজারের একটি নার্সিং হোমে। এখনও পর্যন্ত ভূমিষ্ঠ শিশুটি সম্পূর্ণ সুস্থ ও সাবলীল রয়েছে বলে জানা গেছে। নবজাতকের বাবার নাম মেহেদি ও মায়ের নাম মাহিয়া। তাদের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার দেওলিয়া গ্রামে। এই বিস্ময় শিশুকে দেখতে গত দুদিন গয়ড়া বাজারের ‘মায়ের হাসি নার্সিং হোম’এ উৎসুক জনতা ভিড় জমান। বৃহস্পতিবার নার্সিং হোমের মালিক ডা: কবিরুল ইসলাম এ বিরল শিশু ভূমিষ্ঠ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
#