
স্টাফ রিপোর্টার :
পুর্ব শক্রতার জের ধরে দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কলারোয়া উপজেলার কেড়ালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ শাহিনুজ্জামান শাহীন।
আহত শেখ শাহিনুজ্জামানের বোন ফরিদা খাতুন জানান, গত সোমবার পূর্ব শক্রতার জের ধরে আলাল শেখের নেতৃত্বে শেখ এরশাদ আলী, আবু সাঈদ, শেখ ইউনুস আলী, শেখ মাতিনসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে আমাদের বাড়ীতে ইট পাটকেল ছুড়তে থাকে এবং অশ্লীল ভাষায় গালী গালাজ করতে থাকে। এক পর্যায় আমাকে এবং আমার মেয়ে শেফা খাতুনকে মারধর করে। এসময় আমার ভাই শেখ শাহিনুজ্জামান শাহীন আমাদের বাঁচানোর জন্য আসলে তাকে হাঁতুড়ি দিয়ে হাতে ও মাথায় আঘাত করে এবং ইট দিয়ে বুকে আঘাত করে। বর্তমানে আমার ভাই মুমুর্ষ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।