
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়ায় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার প্রতিষ্ঠার এই আনন্দময় দিনে কলারোয়া সংবাদদাতা শিক্ষক দীপক শেঠের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পাঠক নন্দিত এই পত্রিকার ২৭ তম বর্ষে পথচলার শুভ কামনা জানিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন অতিথিবৃন্দ। ভোরের ডাকের কলারোয়া সংবাদদাতা দীপক শেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ আমজাদ হেসেন, কলারোয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস সেলিনা আনোয়ার ময়না, সাংবাদিক আব্দুর রহমান, আতাউর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, কলারোয়ার শীর্ষ সংবাদপত্র প্রতিষ্ঠান ‘মনি পত্র বিতান’র সত্ত্বাধিকারী সাংবাদিক মনিরুল ইসলাম মনি, সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মিয়া ফারুক হোসেন স্বপন, পত্রিকা পাঠক মনিরুল আলম টিটু, আমজাদ হোসেন, খন্দকার নাসিমুল হক প্রমুখ।
##