
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ধান ঝাড়তে গিয়ে মেশিনে বিদ্যুতায়িত হয়ে আরিজুল ইসলাম (৫৫) নামের এক কৃষক মারা গেছে।
সে উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মোড়লের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম সাংবাদিককে জানান- মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিদ্যুৎ চালিত ধান ঝাড়া মেশিনে আরিজুল নিজের ধান উড়াচ্ছিলেন নিজ বাড়িতে। সে সময় সেই মেশিনটা সম্পূর্ণ কারেন্ট হয়ে যায় তাতেই সে গুরুতর আহত হয়ে গেলে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরিজুল মৃত ঘোষনা করেন।
আরিজুলের স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে।
এব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা দূর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি নিজ বাড়িতে দাফনের প্রক্রিয়া চলছিল।