
কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে পলাতক আসামীসহ ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোশররফ হোসেন (৩৫), উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত শ্রি দুলাল কুমারের ছেলে শ্রী রাজিব কুমার (২৭)। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মৃত আফাজউদ্দীনের ছেলে রুহুল আমিন মোল্যা (৩৫), আটককৃতদের বিরুদ্ধে গাঁজা সেবন ও ওয়ারেন্ট থাকায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।