
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে পলাতক আসামীসহ ৮ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার সিংগা গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে শফিকুল (২৮), তরুলিয়া গ্রামের মৃত মুনছুর আলির ছেলে জামিরুল গাজি (৩০), ব্রজবক্স গ্রামের সামছের আলীর ছেলে আবুল খায়ের (৪৫) পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত শওকত ময়রার ছেলে আজারুল ইসলাম (৩৫),মৃত জয়নাল মোড়লের ছেলে শামসুর রহমান(৪০) শার্শা উপজেলার ধলদা গ্রামের জালালউদ্দীনের ছেলে মিলন হোসেন (৩০),জাবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৩৩), কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত ডাক্তার সরুপউদ্দীন মোড়লের ছেলে জালাল মোড়ল (২৭)। আটককৃতদের বিরুদ্ধে কলারোয়া থানায় ওয়ারেন্ট,গাঁজা সেবনসহ বিভিন্ন মামলার অভিযোগ থাকায় তাদেরকে আটক করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।