
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫৩৪১তম শুভ আর্বিভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব -১৪২২ উদযাপন করা হযেছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদ, কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ ও শ্রী কৃষ্ণের দাস সম্প্রদায়ের উদ্যোগে পৃথক ভাবে আলোচনা ও র্যালী অনুিষ্ঠত হয়। র্যালী দুটি পৃথকভাবে উপজেলার পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কলারোয়া পৌর সদরের উত্তর মুরারীকাটি পাল পাড়া পূজা মন্ডপে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা-কলারোয়ার এমপি এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।
উদ্বোধন শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম,ভারপ্রাপ্ত পৌর মেয়র রফিকুল ইসলাম,। সন্তোষ কুমার পালের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ,সা.সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,সাংবাদিক কে এম আনিছুর রহমান, রাশেদুল হাসান কামরুল, আরিফ মাহমুদ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর,বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ,প্রয়াত তপন সাহার স্ত্রী বিশাখা সাহা, এ্যাড.কামাল রেজা, ভক্তি সাধিকা তাপসী দেবী দাসী, ছাত্রলীগ সভাপতি শেখ ইমরান হোসেন, রনজিৎ ঘোষ,হারুন-অর-রশীদ,আ’লীগ নেতা সহিদুল ইসলাম,পৌর কাউন্সিলর ইমাদুল ইসলাম,শিক্ষক উৎপল সাহা,পুলিশের এস আই মোয়াজ্জেম হোসেন, হিমেল,ইকবল মাহমুদ সন্দীপপ,রাম প্রশাদ প্রমুখ।
অপরদিকে দুপুর একটার দিকে শ্রী কৃষ্ণের দাস সম্প্রদায়ের আয়োজনে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে সুনীল কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের শুভ উদ্বোধন করেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উক্ত বিশেষ অতিথিসহ অধ্যাপক আবুল খায়ের, সাংবাদিক দীপক শেঠ, শেখ জিল্লু,আনিছ,কামরুল,আরিফসহ দাস সম্প্রদায়ের অসীম কুমার দাস,সুবল কুমার দাস, দলু বিশ্বাস, দলু দাসসহ শত শত দাস সম্প্রদায়ের ভুক্তবৃন্দ।