
কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় মৎস্যজীবি,হোটেল শ্রমিক,ট্রলি চালক শ্রমজীবিদের সমন্বয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক গোষ্টির মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে শেষের দিকে আর্জেন্টিনা সমর্থক দলের আক্তারুল ইসলাম একটি গোল করে দলকে এগিয়ে নেয়। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে ব্রাজিল সমর্থক দলের ভুদু একটি গোল করে খেলাটি সমতায় আনে। খেলাটি ড্র থাকায় ট্রাইবেকারে ৩-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল সমর্থক দল জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড.কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ব্যাংকার জাহিদুর রহমান খাঁন চৌধুরী জাহিদ, আলহাজ্ব আব্দুর রহিম বাবু, কাজী আব্দুল ওহাব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাংবাদিক এম এ সাজেদ, প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল,দুলাল ঘোষ, কাজী রানা পান, নাজমুল হাসনাঈন মিলন, জাহাঙ্গীর হোসেন। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম,মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন ও জাহাঙ্গীর হোসেন।