
কে.এম আনিসুর রহমান, কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় নীলিমা ধর নামে এক মহিলাকে ফেনসিডিলসহ আটক করেছে থানা পুলিশ। সে যশোর জেলার কতোয়ালী থানার সুতিঘাটা গ্রামের অশ্বনী ধরের মেয়ে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান,শনিবার রাতে তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারত থেকে ফেনসিডিল নিয়ে এক মহিলা কলারোয়া অভিমুখে আসছে। পরে থানার এস আই সুব্রত সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রামকৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল¬াশী করে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে ।
এদিকে, মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার সকালে কলারোয়া উপজেলার পৌর সদরের মাংস বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার গাড়াখালী গ্রামের শফিক মোল্যার ছেলে আলমগীর হোসেন(২৫), পৌর সদরের মুরারীকাটি গ্রামের আজিবার রহমানের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫), চরপাড়া তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল গফ্ফার গাজির ছেলে মুকুল গাজি (২৩)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, শনিবার সন্ধ্যায় তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কলারোয়া পৌর সদরের মাংস বাজারের জহরুলের দোকানে কয়েকজন ব্যক্তি গাঁজাসেবনসহ ক্রয়-বিক্রয় করছে। পরে থানার এস আই মুয়াজ্জেম, এ এস আই নাছিবুরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই দোকান ঘেরাও করে আলমগীর, জিয়ারুল ও মুকুলকে আটক করে। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যায়।এ ব্যাপারে কলারোয়য়া থানায় একটি মামলা হযেছে।