
কে,এম আনিছুর রহমান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় পৃথক অভিযানে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার উপজেলার খোরদো ও সীমান্তবর্তী রামভদ্রপুর এলাকা থেকে পৃথকভাবে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলা পাঁচপোতা গ্রামের শওকত আলীর ছেলে মফিজুল ইসলাম ও রামভদ্রপুর গ্রামের আব্দুর রশিদ মোড়লের ছেলে মিঠু মোড়ল। কলারোয়া থানার এস আই সুব্রত কুমার জানান, শক্রবার রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন,ভারত থেকে ফেনসিডিল নিয়ে রামভদ্রপুর এলাকায় হয়ে এক ব্যক্তি কলোরোয়া অভিমুখে আসছে। পরে তিনি সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে রামভদ্রপুর গ্রামের মাসুদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মিঠু মোড়লকে ৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে। অপরদিকে শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার খোরদো এলাকার লোকজন মফিজুল ইসলামকে ৩২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে থানা পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে কলারোয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।