
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় বন্যা কবলিত এলাকায় ল্যাট্রিনের জন্য রিংস্লাপ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামের মালো পাড়া ও জানখা এলাকায় এ রিংস্লাপ বিতরণ করা হয়। উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নানের জানান, তার নিজস্ব অর্থায়নে মালো পাড়ায় ৩৬ টি ও জানখা এলাকায় ৩১টি রিংস্লাপ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবুরালী মধু, মহিলা ইউপি সদস্য সকিনা খাতুন,আতিয়ার রহমান, শিক্ষক নাজমুল হোসেন, শুকুমার, আসমা খাতুন প্রমুখ। উল্লেখ্য, আগামী কাল তার ইউনিয়নের দেয়াড়া আলিয়া মাদ্রাসা ও পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আরো কিছু রিংস্লাপ বিতরণ করা হবে বলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জানান।