
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় বিআরডিবির পরিদর্শকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় টার দিকে অজ্ঞাত কারণে এ নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়।
সংশি¬ষ্ট সুত্রে জানা যায়, কলারোয়া উপজেলা বিআরডিবি অফিসে একজন পরিদর্শক নিয়োগের বিপরীতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। বিআরডিবি অফিসের হল রুমে পরীক্ষা চলাকালীন সময়ে অজ্ঞাত কারণে হঠাৎ নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়। এনিয়ে পরীর্ক্ষীদের মধ্যে বাগবিতন্ড শুরু হয়।
নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল¬ী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক নাছির উদ্দিন, বোর্ডের সদস্য উপজেলা পল¬ী উন্নয়ন অফিসার আশরাফ হোসেন, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল গফুর, উপজেলা সমবায় অফিসার আশরাফ আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক। তবে স্থগিত ঘোষনা করেই বোর্ডের কর্মকর্তারা হলরুম ছেড়ে দ্রুত তাদের স্ব স্ব অফিসে চলে যান।
এদিকে কী কারণে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে বোর্ডের কর্মকর্তাদের নিকট জানতে চাইলে তারা সুস্পষ্ট জবাব দেননি।