
কে এম আনিছুর রহমান,কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় “নারী ও শিশু সবার আগে বিপদে-দূযোগে প্রাধান্য পাবে” এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা.প্রবীর মুখার্জী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম,শান্তি মহন ভদ্র,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, সাংবাদিক ও অধ্যাপক কে এম আনিছুর রহমান, রবিউল হাসান,মফিজুল ইসলাম লাভলু, কাজী জুয়েল হাসান, আয়ুব আলী, পারভেজ, নুরুল ইসলাম, এফ ডি ভি তাছলিমা আক্তার, সাংবাদিক এম সাজেদ, মোস্তফা হোসেন বাবলু, ফিরোজ জোয়ার্দ্দার, প্রমুখ। আলোচনা শেষে পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।