
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র প্রশিক্ষক মিলন মূখার্জি। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুনকাছিম বিল্লাহসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
##