
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথকভাবে চোরাচালানীদের তাড়া করে ভারতীয় শাড়ি,ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। তবে এসব ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার হুমায়ুন কবীর জানান,বুধবার রাত সাড়ে ৯ টার দিকে হাবিলদার কামাল ও অসিতদের নেতৃত্বে টহলকালে সীমান্তবর্তী গাড়াখালী ও মুজমদার খাল এলাকায় চোরাচালানীদের তাড়া করে ভারতীয় শাড়ি,২০ বোতল ফেনসিডিল ও দরজার কবজা উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৫ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। অপরদিকে ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার বিল¬ালের নেতৃত্বে বিশেষ টহলকালে বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে চোরাচালানীদের তাড়া করে ১৬ লক্ষ টাকার ভারতীয় থি-পিচ উদ্ধার করেন।