কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা


530 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
মার্চ ১৮, ২০১৮ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়ার সীমান্তবর্তী দু’টি বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এ জরিমানা করেন।
নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, রোববার সকালে ভ্রাম্যমান আদালতের একটি টিম উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালান। এ সময় পাটজাত পণ্য ব্যবহার না করে পলিথিন ব্যবহার করার অপরাধে উপজেলার গয়ড়া বাজারের ইদ্রিস আলিকে ৩ হাজার, রাশিদুল ইসলামকে ৩ হাজার, কুরবান আলিকে ১ হাজার টাকা এবং সোনাবাড়িয়া বাজারের আব্দুর রাজ্জাককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া গয়ড়া বাজারের ইদ্রিস আলির বেকারিতে নোংরা পরিবেশ থাকায় ২ হাজার টাকা ও সোনাবাড়িয়া বাজারের শহিদুল ইসলামের ওষুধের দোকানে লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান,স্যানেটারি ইনস্পেক্টর শফিকুর রহমান, পাট উন্নয়ন সহকারী আমির হোসেন, থানার এসআই শামিম প্রমুখ।
##