
কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় আইজিপি কাপ(অনুর্ধ্ব-২১) যুব কাবাডী প্রতিযোগিতার ফাইনাল খেলায় কাজীরহাট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হযেছে ।
শনিবার সকাল ১০ টা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও কাজীরহাট বালিকা বিদ্যালয়। কলারোয়া থানার আয়োজনে এ প্রতিযোগিতা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলকে ৮ পয়েন্টে হারিয়ে কাজীরহাট বালিকা বিদ্যালয় চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা উপভোগ করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, থানার এএস আই কামরুজ্জামান জিয়া, কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, এ্যাড.শেখ কামাল রেজা, জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ,প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব,শামসুর রহমান,সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
খেলা পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, রেজাউল করিম লাভলু, আব্দুল্লাহ আল মামুন, মাস্টার অনুপ কুমার ঘোষ. নাজমুল হাসনাঈন মিলন, অফিসিয়াল স্কোরের দায়িত্ব পালন করেন মাস্টার আব্দুল ওহাব মামুন, জাহাঙ্গীর হোসেন,স্বপন কুমার চৌধুরী। ধারা ভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন।