
কে এম আনিছুর রহমান, কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় মাদকাসক্তি প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের সচেতনতামূলক শিক্ষা বিষয়ে এক আ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার সীমান্তবর্তী মাদকমুক্ত প্রতিষ্ঠান ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র অর্থায়নে ও পায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় আলোচনা করেন পায়াক্ট বাংলাদেশের কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম আনিছুর রহমান,অভিভাবক সদস্য আব্দুস সবুর, আবু বকর, আব্দুর রহিম,মহিদুল হক, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান,সহকারী শিক্ষক রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, ফারুক হোসেন, আনিছুর রহমান, ইসমাইল হোসেন, শ্যামল কুমার, জিয়াদ আলী, জানাতুন ফেরদৌস, রেঞ্জুয়ারা খাতুন, তহুরাতুন্নেসা, মোস্তাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, এ সংস্থ্য গত কয়েকদিন যাবৎ উপজেলার চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট স্কুল, সাতক্ষীরা সদর থানার সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়, টাউন গার্লস মাধ্যমিক বিদ্যালয় ও পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত বিষয়ে আ্যাডভোকেসি সভা করেন।
###
কলারোয়ায় গাঁজাসহ ৩ ব্যক্তি আটক
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদকসেবিকে আটক করেছে। বুধবার সকাল ৭টার দিকে কলারোয়া পৌর সদরের কোন্ডস্টোর মোড় এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার পৌরসদরের গোপিনাথপুর উত্তর পাড়া গ্রামের আতিয়ার রহমান খাঁর ছেলে কামরুল ইসলাম (২২), আব্দুল কাদের গাজির ছেলে সুমন গাজি (২৫) ও আমিনুদ্দীনের ছেলে রফিকুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে গাঁজা সেবন এবং তাদের নিকট ১০ গ্রাম গাঁজা থাকার অপরাধে তাদেরকে আটক করে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কলারোয়া থানায় একাটি মামলা (নং-৪,তারিখ-৪/৫/১৬ইং) দায়ের হয়েছে।