কলারোয়ায় মাদক ব্যবসায়ী আটক


513 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় মাদক ব্যবসায়ী আটক
আগস্ট ৩, ২০১৫ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও পালসার মোটরসাইকেলসহ হাফিজুর রহমান মোল্যা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।  আটক হাফিজুর রহমান যশোর জেলার শার্শা উপজেলার পাঁচ কায়বা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
কলারোয়া থানার এ এস আই নাজিবুর রহমান জানান, রোববার রাত সাড়ে ১১ টার দিকে মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারনে, উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর  এলাকার কাদপুর গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে পালসার মোটরসাইকেল (নং সাতক্ষীরা-ল-৪০৬৫) যোগে উপজেলার কাজীরহাট বাজার অভিমুখে আসছে। এ সময় তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা কাজীরহাট বাজার এলাকার নাকিলা গ্রামে অবস্থান নেন। কিছুক্ষনের মধ্যে মাদক ব্যবসায়ী হাফিজ ওই স্থানে আসার সাথে সাথে তাকে গতিরোধ আটক করে। পরে তার মোটরসাইকেলের ট্যাংকির মধ্যে অভিনব কাদায় সাজানো ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ জব্দ করে তাকে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।