
কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধসহ সামছুর রহমান নামে এক মাদক সম্রাটকে আটক করেছে থানা পুলিশ। সে তালা উপজেলার দেওলীপাড়া গ্রামের মৃত রজব আলী বিশ্বাসের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন মাদক ব্যবসায়ী ভারতীয় আ্যানাগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার ওষুধ নছিমন যোগে জালালাবাদ বাজার হয়ে পাটকেলঘাটা অভিমুখে যাচ্ছে। পরে থানার এস আই আহাদ আহম্মেদ ও এ এস আই কামরুজ্জামান জিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা সিংহলাল বাজারের তাদের নছিমন গতিরোধ করে মাদক ব্যবসায়ী সামছুর রহমানকে আটক করেন। তারই স্বীকারোক্তি অনুযায়ী নছিমনে থাকা বস্তা থেকে ৭০০ পিচ ভারতীয় আ্যানাগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধারসহ জব্দ করেন। তল্লাশী করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।