কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


372 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মার্চ ২৬, ২০১৬ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্য সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে¬,বিভিন্ন প্রতিষ্ঠানে খেলা-ধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান মালা। শনিবার সকাল সাড়ে ৭ টায় মুক্তযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন,উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলরে কমান্ডার গোলাম মোস্তফা, আবুল হোসেন,সৈয়দ আলী, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, কলারোয়া পৌর সভার পক্ষে মেয়র আক্তারুল ইসলাম, কলারোয়া সরকারী কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, শেখ আমার্নুলাহ কলেজের পেক্ষে মনিরা বেগম, কাজীরহাট কলেজের পক্ষে অধ্যক্ষ সহিদুল আলম,বঙ্গবন্ধু মহিলা কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম ,আ’লীগের পক্ষে প্রধান শিক্ষক আব্দুর রব, পৌর আ’লীগের পক্ষে সহিদুল ইসলাম,উপজেলা জাতীয় পাটির সভাপতি আব্দুল্লাহ হেল আলিম,, জাসদের সভাপতি আনোয়ার হোসেন, গণ জাগরণ মঞ্চের পক্ষে উচ্ছাস,কলারোয়া প্রেসক্লাবের পক্ষে কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক  কে এম আনিছুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল,কলেজ শিক্ষক সমিতির পক্ষে রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে সভাপতি আমানুল্লাহ আমান, হোমিও মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারিক, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি আবুল খায়ের, পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রমুখ। সমগ পুস্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক ধীপক শেঠ। এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে উপজেলার, বালিকা বিদ্যালয়, এডাস স্কুল, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,তুলসীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিংগা মাধ্যামিক বিদ্যালয়, জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল, গালর্স পাইলট হাইস্কুল, ধানদিয়া ইউনাইটেড হাইস্কুল, কয়লা হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, আলিয়া মাদ্রাসা, ভাদিয়ালী হাইস্কুল, ইকরা চাইল্ড ক্যাডেট একাডেমি, চন্দনপুর হাইস্কুল, দমদম হাইস্কুলসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে।