কলারোয়ায় যাকাতের টাকা বিতরণ মেয়র প্রার্থী আরাফাত হোসেনের


583 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় যাকাতের টাকা বিতরণ মেয়র প্রার্থী আরাফাত হোসেনের
জুলাই ১৬, ২০১৫ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কলারোয়া পৌরসভার মেয়র প্রার্থী আরাফাত হোসেন পৌর এলাকায় প্রায় দুই হাজার গরীব,দুস্থ ও অসহায়দের মাঝে যাকাত প্রদান করেন। বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার সামনে নিজস্ব ভবনে টোকেনের মাধ্যমে মাথাপিছু দেড়শত টাকা হারে মোট ৩ লক্ষ টাকা যাকাত প্রদান করা হয্। এ সময় আরাফাত হোসেন উপস্থিত থেকে নিজে হাতে এ টাকা বিতরণ করেন। এ ছাড়া তার সাথে থেকে সহযোগিতা করেন পৌর সদরের ঝিকরা গ্রামের আব্দুল গফুর,মন্টু,মাকফুর রহমান, আলকাজ হোসেন, আবুল কাশেম, শাহিন, আবুল হাসানাত পাপ্পু , আব্দুল্লাহ-বিন- পরশ,শাহিন হোসেন,রুবেল হোসেন প্রমুখ।