
কে এম আনিছুর রহমান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় পলাতক আসামীসহ ৩ জনকে আটক করেছে করারোয়া থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার সীমান্তবর্তী গয়ড়া গ্রামের তাহের গাজির ছেলে জাহাঙ্গীর হোসেন, পৌর সদরের মুরারীকাটি গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে সোহাগ হোসেন ও সাতক্ষীরা জেলার আশাশুনি গোদাইপুর গ্রামের আব্দুল আজিজ মোল্যার মেয়ে নাছিমা খাতুন। আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে ওয়ারেন্ট এবং সোহাগ ও নাছিমার বিরুদ্ধে অনৈতিক কাজ করার অপরাধ থাকায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে কলারোয়ার থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।