
কে এম আনিছুর রহমান,কলারোয়া:
পসর্বোচ্চ আদালতে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় সাতক্ষীরার কলারোয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, আশিকুর রহমান মুন্না, মোস্তাক আহম্মেদ, পৌর কাউন্সিলর আলফাজ হোসেন, আ.লীগ নেতা অভি, কাজল মেম্বার, নাসিমা মেম্বার, যুবলীগ নেতা সহিদুল ইসলাম, ফারুক হোসেন, আসাদুল, মতিয়ার, হাসানুজ্জামান, আকতারুল ইসলাম, গোলামসহ যুবলীগ, ছাত্রলীগ জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।