
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবলীগের আহবায়ক কাজী শাহাজাদার বিরুদ্ধে এক চিত্র শিল্পীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কলারোয়া উপজেলার গদখালী গ্রামের মৃত অধির অধিকারীর ছেলে চিত্রশিল্পী প্রবীর অধিকারী এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ মার্চ ব্যক্তিগত কাজে কলারোয়া উপজেলা চেয়ারম্যানের কক্ষে গিয়ে উপজেলা যুবলীগের আহবায়ক কাজী শাহাজাদার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন তিনি। কোন কারণ ছাড়াই পায়ে পা বাদিয়ে কাজী শাহাজাদা ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্য গোলাম, সাইফুল, জিয়া, মুন্নাসহ কয়েকজন তাকে বেধড়ক মারপিট করে এবং ৭২ ঘণ্টার মধ্যে ভারতে চলে যাওয়ার হুমকি দেয়। এঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের কাছে বিচার চেয়েও বিচার পাননি তিনি। পরে কলারোয়া থানার ওসির কাছে লিখিত অভিযোগও করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার প্রতিকার দাবি করেছেন। ##