
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচে কলারোয়ার শিক্ষক দলকে ৪৬ রানে হারিয়েছেন কালিগঞ্জের শিক্ষক দল।
মঙ্গলবার (১৬মার্চ) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কালিগঞ্জ প্রাথমিক শিক্ষক দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে সফিকুল ইসলাম ২৯ বলে ৫৪ রান, মহাসিন ১৯ বলে ২৫ রান ও বিকাশ ৮ বলে ২৫ রান করে।
বোলিংয়ে কলারোয়ার পক্ষে রনি ও মিলন ৩টি করে উইকেট লাভ করে।
কলারোয়া প্রাথমিক শিক্ষক দল ২৫৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিদ্ধারিত ২০ ওভারে ১৯৫ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে হারুন ১৬ বলে ২৯ রান, সাইফুল ১১বলে ১৩ রান, রনি ২৯ বলে ৫৬ রান ও মিলন ১৯ বলে ৩৩ রান করে।
বোলিংয়ে কালিগঞ্জের পক্ষে শফিকুল ইসলাম, সোহাগ ও মোস্তাফিজুর ২টি করে উইকেট লাভ করে। ফলে কালিগঞ্জ প্রাথমিক শিক্ষক দল ৪৬ রানে জয়লাভ করে।
ম্যান অব দ্যা ম্যাচ পরাজিত দলের রনি।
সেরা বোলার কলারোয়ার রনি। সেরা ব্যাটস ম্যান বিজয়ী দলের শফিকুল ইসলাম। ম্যাচ কমিশনার কামাল রেজা।
আম্পায়ারার অনুপ কুমার ও মিজানুর রহমান। স্কোরারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হোসেন ও জাহিদ ধারাবিবরণীতে ছিলেন শেখ শাহজাহান আলী শাহিন, প্রাধান শিক্ষক আসাদুর রজমান সেন্টু। বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ডক্টর মাহাদী আল মাসউদ, বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক হাবিবুর রহমান, কলারোয়া সাস্থ্য কমপ্লেস্কর ডক্টর শফিকুল ইসলাম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অন-রশীদ, কলারোয়ার এটিও হুমায়ুন কবির, কালিগঞ্জের এটিও মোস্তাফিজুর রহমান, এটিও জহুরুল ইসলাম, সাংবাদিক দিপক শেঠ, সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান প্রমুখ।