
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ব্র্যাক শিক্ষা কর্মসূচীর উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের ভুমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলারোয়া ব্র্যাক অফিসের হলরুমে প্রাথমিক শিক্ষকদের উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাকের যশোর, খুলনা ও সাতক্ষীরার কোয়ালিটি ম্যানেজার হাবিবুর রহমান। এ বক্তব্য রাখেন উপজেলার কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক ও কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম আনিছুর রহমান, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান্দু, কলারোয়া মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক বাকি বিল্লাহ শাহি, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ,আহসানুল্লাহ, মর্জিনা খাতুন,আব্দুর রাজ্জাক,আনারুল ইসলাম, ইউনুস আলী, রোক্সনা খাতুন,কদবানু,রুহুল আমিন, শাহানাজ,ইয়াসমিনআরা খাতুন, সিরাজুল ইসলাম, তহমিনা খাতুন, আক্তারুজ্জামান, নারানচন্দ্রসহ উপজেলা বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।