
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় শ্রেষ্ট ৫ নারী জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বেলা ১০ টার দিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের হাতে এ সবংর্ধনা দেওয়া হয়।
৫ জয়িতা হলেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পৌর কাউন্সিলর লুৎফুন নেছা লুতু, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মাছুরা খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সেলিনা খাতুন, সফল জননী নারী আকলিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী রিক্তা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, উপজেলা সমবায় অফিসার নওশের আলী, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার বলেন-“জয়িতা অন্বেষণে বাংলাদেশ”শীর্ষক কর্মসূচীতে কলারোয়া উপজেলা পর্যায়ে বাছাইকৃত ৫টি ক্যাটাগরির সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে এ সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
##