
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রোববার ভোরে উপজেলার ইলিশপুর গ্রামের আমির হোসেনের বসত ঘরের মধ্যে জুয়ার আসর থেকে তাদেরকে আটক হয়।
আটককৃতরা হলেন- উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আব্দুল আহাদ আলী মোল্যার ছেলে অলিয়ার রহমান, বেলী গ্রামের শ্রী কুমার দাসের ছেলে বিশ্বনাথ দাস, পৌর সদরের গদখালী গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহাজাহান দফাদার, ইলিশপুর গ্রামের ছাবদুল সরদারের চেলে আয়ুব আলী।
কলারোয়া থানার াফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, রোববার ভোর সা৪ে টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েক জুয়াড়ী ইলিশপুর গ্রামের ওই বাড়ি থেকে তাদেরকে আটক করেন। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
##
কলারোয়ায় মানব পাচার ও নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা
কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ ও নারী নির্যাতন রোধকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা মানব পাচার কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অপিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার সেলিনা আনোয়ার ময়না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা মেহাসিন আলী,মহাসিন, যুবউন্নয় কর্মকর্তা এস এম আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, ওয়ার্ড ভিশনের প্রকল্প কর্মকর্তা পৌল কুমার সরকার, বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রব, হুমায়ুন কবীর ও এস আই মোয়াজ্জেম হোসেন,সাংবাদিক কে এম আনিছুর রহমান সাজেদা নারী উন্নয়ন সংস্থার ম্যানেজার লতিফা আক্তার হেনা প্রমুখ।