
কে এম আনিছুর রহমান, কলারোয়া:
সাতক্ষীরা কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় উন্নত মানের থানকাপড়, শাড়ি, মটরসাইকেল, প্যাকেট বিড়ি, উড়না, গাড়ির টায়ার, বাইসাইকেল, স্টীল সামগ্রীক, জিরা, সাদালবন, টর্চ লাইট ও গ্লাসসহ অর্ধকোটি টাকার মালামাল উদ্ধার করেছে বিজিবি । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুড়িয়া, এবং সাতক্ষীরার সদর থানার ঝাউডাঙ্গা তলুইগাছা সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে উদ্ধারকালে বিজিবি সদস্যরা কোন অভিযানে কাউকে আটক করতে পারেনি।
সীমান্ত বিজিবি সুত্রে জানা গেছে, সীমান্তবর্তী মাদরা, কাকডাঙ্গা, হিজলদী, চান্দুড়িয়া, এবং সাতক্ষীরার সদর থানার ঝাউডাঙ্গা ও তুলইগাছা বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা টহলকালে পৃথকভাবে চোরাচালানীদের তাড়া করলে তাদের কাছে বস্তা, নসিমন ও মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ভারতীয় উন্নত মানের ১ হাজার ১’শ ২১ মিটার থান কাপড়, ১হাজার ৫৫পিচ শাড়ি, ১টি মটর সাইকেল, ৩’শ ৮৮ প্যাকেট বিড়ি, ২০০টি উড়না, ১টি গাড়ির টায়ার, ৫টি বাই সাইকেল, ১’শ ৫০ কেজি স্টীল সামগ্রীক, ৬০ কেজি জিরা, ৭’শ ৫০কেজি সাদা লবন, ২৬০টি টর্চ লাইট এবং ৪০০ পিচ গ্লাস উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ৫২ লাখ ৬০ হাজার টাকা। তার মধ্যে ৪০ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল উপজেলা মাদরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে উদ্ধার করা হয় বলে তিনি জানান।