
কে এম আনিছুর রহমান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে সোলার চুরির অভিযোগে সেলিম সরদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কলাটুপি গ্রামের নূর মোহাম্মদের ছেলে। খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গত ১২ আগষ্ট রাতে ওই গ্রামের সেনা সৈনিক আইয়ুব হোসেনের বাড়ি থেকে কে বা কারা সৌর বিদ্যুৎ সোলার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তার স্ত্রী পারভীন রেখা বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় রোববার রাতে সেলিমকে আটক করা হয়।
আটক সেলিম (২৫) ওই মামলার সন্দেহভাজন আসামী হওয়ায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।