
কে এম আনিছুর রহমান,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় শওকত নামে এক নছিমন চালক নিহত এবং পিন্টু নামে এক নছিমর যাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোর-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার চারা বটতলা নামক স্থানে। শওকত আলী (২৪) উপজেলার ধানঘোরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়,গত মঙ্গলবার বিকালে যশোর থেকে কাঠ বিক্রি করে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌছালে পেছনদিক থেকে একটি ঢাকা পরিবহন ধাক্কা দেয়। এ সময় ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে চালক শওকত মারা যান এবং পিন্টু গুরুতর আহত হয়।