
করারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় হোমিও প্যাথিক মেডিকেল কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলারোয়া পৌর সদরের হোমিও প্যাথিক মেডিকেল কলেজের অস্থায়ী কার্যালয় ল্যাবরেটরি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে কলেজের পক্ষ থেকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আব্দুল বারিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংর্বধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক, শিক্ষক নেতা আলহাজ্ব ইউনুস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন,ডাক্তার আনিছুর রহমান, হোমিও কলেজের উপাধ্যক্ষ শাহিদুর রহমান, প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক, হাবিবুর রহমান, ফাতেমা খাতুন,আফিফা খাতুন, নার্গিস খাতুন ও হিমাংশ,ডা. মাহমুদুল হক,জায়দুর নাহার, মহিদুল ইসলাম,জিয়াউর রহমান,ফিরোজ হোসেন, হোসনে আরা, তহিদুর রহমান টিয়া প্রমুখ।