
কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ১২২ জন হজ্ব যাত্রীদের এক বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদজোহর ত্বহা হজ্ব কাফেলার উদ্যোগে উপজেলা জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ত্বহা হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ্ব এ টিএম রুহুল কুদ্দুস, ইউনুস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ,আজিজুর রহমান, হজ্ব যাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবুল হোসেন, গোফরান আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আমিরুল ইসলাম, গোলাম রহমান, আওরঙ্গজেব, মসজিদের ঈমাম কামরুল ইসলাম, তৌহিদুর রহমান, নজিবুল ইসলাম, কবি আজগর আলী, আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম, আব্দুল মালেক, ফরিদা ইয়াসমিন, লিয়াকত হোসেন, রিবউল ইসলাম,মাও ঃ আসাদুল ইসলাম, মাসউদ পারভেজ মিলন,মাস্টার শাহাজাহান আলী শাহিন,থানা মসজিদের ঈমাম আসাদুল্লাহ আল ফারুকী, প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদও থানার আগরদাড়ি মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস আব্দুস সালাম।