
কে এম আনিছুর রহমান,কলারোয়া :
কলারোয়ায় ছিনতাই করে পালানোর সময় ৪ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কের কাজীরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার রঘুনাথপুর গ্রামের আজিবর মোল্যার ছেলে রিপন হোসেন (২২),যশোর জেলার কোতায়ালী থানার বকচর হুসতলা করিম পাম্প এলাকার আব্দুল হোসেন সালামের ছেলে আব্দুল হোসেন বাবু (২০), একই এলাকার রমজান আলীর ছেলে তানভীর হোসেন (১৯) ও আবুল কালামের ছেলে শরিফুল ইসলাম (১৯) । ছিনতাইয়ের শিকার উপজেলার রঘুনাথপুর গ্রামের কারী আহম্মেদ আলীর ছেলে ভাঙ্গাড়ী ব্যবসায়ী আত্তাপ আলী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে কাজীরহাট বাজার থেকে ভাঙ্গাড়ী বিক্রি করে বাড়ি ফেরার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কে কাজীরহাট স্কুলের সামনে আসলে আটক ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে কাছে থাকা এক হাজার টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এমন সময় থানার এস আই মোয়াজ্জেম ও এ এস আই জিন্নাত ওই স্থানে হাইওয়ে ডিউটিরত অবস্থায় পৌছায়ে বিষয়টি জানতে পেরে ওই ছিনতাইকারীদের তাড়া করে আটক করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
##
কলারোয়ায় পলাতক আসামীসহ ৩ ব্যক্তি আটক :
কলারোয়ায় অভিযান চালিয়ে পলাতক আসামীসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-ঝাঁপাঘাট গ্রামের আজিবর সরদারের ছেলে জিয়াউর রহমান (৩২), উত্তর বাকসা গ্রামের দেলবার হোসেনের ছেলে হাফিজুর রহমান (২৭) ও ছোট রাজ নগর গ্রামের আকরাম আলীর ছেলে মেহেদী হাসান (২২)। আটককৃতদের বিরুদ্ধে চুরি ও ওয়ারেন্ট থাকায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।