
কে এম আনিছুর রহমান,কলারোয়া : কলারোয়ায় জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ীকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুস সামাদ খাঁর ছেলে লিটন খাঁ (২২), মহিদুল সরদারের ছেলে আলমগীর হোসেন (২৫),আনছার সরদারের ছেলে বিল্লাল (২৮), হরিনা গ্রামের জিয়াউল সর্দারের ছেলে মিলন হোসেন(২৫)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের ইশরাত আলীর মিল ঘরে কয়েকজন জুয়া খেলছে। পরে থানার এস আই আহাদ ও এ এস আই কামরুজ্জামান জিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই স্থান ঘেরাও করে তাদেরকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।