
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্দনপুর এলাকার জনৈক আবু শামার বাড়ির সামনে থেকে তাদেরকে ৫০ বোতল ফেসসিডিলসহ আটক করা হয়। আটকৃতরা হলেন- উপজেলার কাঁদপুর গ্রামের মাওলানা আব্দুল্লাহ আল মামুনের ছেলে আবির আল মাসুদ (২৩) একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান (২২)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, শুক্রবার ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন মাদক ব্যবসায়ী ওই এলাকায় অবস্থান করছে। পরে থানার এসআই রইচ উদ্দীন ও এ এস আই মোস্তাকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে কলারোয়া থানায় এশটি মামলা হয়েছে বলেও তিনি জানান।