
কে এম আনিছুর রহমান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার রায়টা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার রায়টা দক্ষিনপাড়া গ্রামের মৃত আকবার আলীর ছেলে জাহাঙ্গীর আলম শিমুল(৩০), একই গ্রামের সাদেক বিশ্বাসের ছেলে আব্দুল গফ্ফার (১৮), কোটাবাড়ি গ্রামের নূও আলীর ছেলে রফিকুল ইসলাম ((১৮), একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে আজাদ হোসেন (২৮) ও উপজেলার ক্ষেত্রপাড়া ঋষি পাড়ার মৃত সুবোল দাসের ছেলে কেনারাম দাস (২৮)। কলারোয়া অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, সোমবার সন্ধ্যায় তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার রায়টা বাজার সংলগ্ন নয়নের দোকানে কয়েকজন জুয়াড়ী জুয়া খেলছে। পরে থানার ওসি তদন্ত শফিকুর রহমান,এস আই আহাদ ও এ এস আই কামরুজ্জামান জিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই দোকান ঘেরাও করে উক্ত ৫ জনকে আটক করে। এ ব্যাপারে কলারোয়া থানার তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।