
কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ৬ষ্ঠ বজলুর রহমান স্মৃতি টি ২০ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বেলা সাড়ে ১২ টায় কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল ফুটবল মাঠে এ খেলায় মুখোমুখি হয় ঝিকরগাছা জাগরণী সংসদ ও যশোর সাদিয়া ক্রিকেট একাডেমী। কলারোয়া এমআর ফাউন্ডেশন’র অর্থায়নে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে যশোর সাদিয়া ক্রিকেট একাডেমি ব্যটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১১৩ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে মাসুম সর্বোচ্চ রান করেন। ঝিকরগাছা র পক্ষে জাতীয় দলের খেলোয়াড় সৈয়দ রাসেলসহ বাশার ও নয়ন ২টি করে উইকেট লাভ করেন। জবাবে ঝিকরগাছা জাগরণী সংসদ ১১৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৯ উইকেটে জয়লাভ করে। দলের পক্ষে ৩৯ বলে ৬৩ রান করায় রমেশ কুমার রাজু ম্যান-অব-দ্যা ম্যাচ নির্বাচিত হয়। মঞ্চে বসে খেলাটি উপভোগ করেন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর শেখ সাঈদুল ইসলাম বাবু, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ,সাংবাদিক কে এম আনিছুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, এম এ সাজেদ,আলহাজ্ব আব্দুর রহিম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, মিয়া ফারুক হোসেন স্বপন,রমজান আহম্মেদ,প্রধান শিক্ষক ইউনুচ আলী, মাহফুজুর রহমান মাখন,প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,অনুপ কুমার ঘোষ, ইয়ারুল ইসলাম, কাজী আব্দুল ওহাব,জিএম মাসউদ পারভেজ মিলন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ¬ব ও মিয়া ফারুক হোসেন স্বপন। স্কোরারের দায়িত্ব পালন করেন মঞ্জুরুল আলম মজুমদার লিটন। পিচ কিউরেটরের দায়িত্বে ছিলেন কলারোয়া ক্রিকেট একাডেমীর পরিচালক নাজমুল হাসনাঈন মিলন। সমগ্র খেলাটির ধারা বিবরণে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন ,প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার আব্দুল ওহাব মামুন। এ দিকে আগামী ২০ ফেব্রুয়ারী বেলা ১২ টায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে মুখোমুখি হবে সাতক্ষীরার দুই পরাশক্তি সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ও সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি।
##
কলারোয়ায় হাফিজা ক্লিনিকের মালিক হযরত আলী আর নেই
কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া বাজারের হাফিজা ক্লিনিকের মালিক হযরত আলী (৫৫) মারা গেছেন (ইন্না——-রাজিউন) । মঙ্গলবার রাতে নিজ বাড়ি পৌর সদরের গদখালী গ্রামে অসুস্থ অবস্থায় তিনি মারা যান। তিনি মৃত মেছের আলী দফাদারের ছেলে। মৃত্যেকালে স্ত্রী ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকালে আসরবাদ কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলাম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, মোমিন গাজি, মোহাম্মদ আলীসহ অসংখ্য আতœীয়স্বজন। জানাজার নামাজ পরিচালনা করেন ঝাউডাঙ্গা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ আলহাজ্জ্ব মাওলানা আব্দুল বারী। উলে¬খ্য, গত দুই মাস আগে নিজ বাড়িতে ইটের পাকা দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়।
##
কলারোয়ায় সীমান্তে ভারতীয় শাড়ীসহ মালামাল আটক
কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথকভাবে চোরাচালানীদের তাড়া করে ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে বিজিবি। সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমান্তবর্তী ফকিরপাড়া, কাকডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এ সময় বিজবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার বেলালের নেতৃত্বে ফকিরপাড়া মাঠের মধ্যে চোরাচালানিদের তাড়া করে ভারতীয় ৯৫ পিচ উন্নত মানের শাড়ী উদ্ধার করে। অপরদিকে হাবিলদার মুনছুরের নেতৃত্বে কাকডাঙ্গা এলাকায় চোরাচালানীদের তাড়া করে ১০০ প্যাকেট চা পাতা, ১২০০ পিচ কবজা ১৪৩ টি ছোট বড় তালা, ৩১ কেজি স্টিল সামগ্রী উদ্ধার করে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধারকৃত মালের আনুমানিক মুল্যে ৬ লাখ ২৫ হাজার টাকা।