
কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ৬ষ্ঠ বজলুর রহমান স্মৃতি টি ২০ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ২ টায় কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া এম আর ফাউন্ডেশনের অর্থায়নে, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দীন,কোষাধ্যক্ষ সাঈদুর রহমান শাহিন, জেলা আ্যাম্পায়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ মীর তাজুল ইসলাম রিপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম। এছড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি এ্যাড শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার জাহিদুর রহমান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক কে এম আনিছুর রহমান, রাশেদুল হাসান কামরুল,এম এ সাজেদ, ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাবু, ডাক্তার শামসুর রহমান, রেজাউল করিম লাভলু,মাস্টার অনুপ কুমার,প্রধান শিক্ষক শফিউল আজম শেলী, রমজান আলী, কাজী আব্দুল ওহাব,মাহফুজুর রহমান মাখম, অধ্যক্ষ গাজি রবিউল ইসলাম, মাস্টার মহিউদ্দীন প্রমুখ। উদ্বোধন শেষে টসে জিতে উপজেলার ঝিকরা ক্রিকেট ক্লাব নির্ধারিত ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেন। জবাবে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ১০.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা ার্জন করে। খেলায় ম্যান-অব-দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের এনাম। খেলাটি পরিচালনা করেন জিএম মাসউদ পারভেজ মিলন,প্রধান মিখ্ষক বদরুজ্জামান বিপ্লব ও মিয়া ফারুক হোসেন স্বপন। স্কোরারের দায়িত্ব পালন করেন আব্দুল মাজেদ ও মঞ্জুরুল আলম লিটন, নাজমুল হাসনাঈন মিলন। খেলার ধারা ভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার আব্দুল ওহাব মামুন। আগামী কাল একই মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় অংশ গ্রহন করবে যশোর আর এন রোড ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি বনাম সাতক্ষীরা বলাকা ক্রীড়া চক্র।