
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার ভোরে উপজেলার জালালাবাদ গ্রামের বসত বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার জালালাবাদ গ্রামের মৃত রাহাতুল্লাহ খাঁর ছেলে মফিজুল ইসলাম খাঁ (৪৩),নেছার আলি মোল্যার ছেলে নুরুজ্জামান মোল্যা(৩৫) মৃত কফিলউদ্দীন বিশ্বাসের ছেলে আক্তার বিশ্বাস (৩২),মৃত আব্দুর জব্বার খাঁর ছেলে আব্দুস সামাদ (৪৫),রহিম সানার ছেলে আবু সাঈদ (৩৮),কলারোয়া পৌর সদরের মৃত সানাউল্লাহ’র ছেলে ওসমান আলী (৩৫) ও উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের রহিম বকস মল্লিকের বিল্লাল হোসেন (৪০)।
কলারোয়া থানার এ এস আই নাজিবুর রহমান ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, সোমবার ভোর ৪ টার দিকে তিনি গোপন স্বংাদের ভিত্তিতে জানতে পারেন,উপজেলার জালালাবাদ গ্রামের ওই বাড়িতে ১০/১২ জন জুয়া খেলছে। পরে তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই বাড়ি ঘেরার করে তাদেরকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা (নং-৮,তারিখ-৭/৯/১৫ইং) হয়েছে থানার াফিসার ইনচার্ঝ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।