
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে রাজাকারসহ ৭ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ওফাপুর গ্রামের মৃত আলহাজ্ব ইজাহারুল হক গাজির ছেলে আব্দুল আহাদ ওরফে বাবু রাজাকার, খলসি গ্রামের হিমলাল দত্তের ছেলে মাদকসেবি ও ব্যবসায়ী ভোলা দত্ত, মৃত তছির গাজির ছেলে বজলুর রহমান গাজি,সীমান্তবর্তী কাদপুর গ্রামের নুরু খাঁর ছেলে আমির হোসেন, শভাংকরকাটি গ্রামের মোমেন আলীর সরদারের ছেলে সোহাগ সরদার,যশের জেলার ঝিকরগাছা উপঝেলার বাকঁড়া গ্রামের আতিয়ার রহমান মন্ডলের ছেলে তহিন মন্ডল, ও পাচঁপোতা গ্রামের গোলাম মোস্তফার ছেলে নারী নির্যাতনকারী রুহুল কুদ্দুস।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতা,গাঁজা সেবনসহ ক্রয়-বিক্রয় ও নারী নির্যাতনের অভিযোগ থাকায় তাদেরকে আটক করে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং পৃথক তিনটি মামলা (নং-৫.৬,৭ তারিখ- ৬/৯/১৫ইং) দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।